Find Your Favorite Islamic Nasheed Lyrics


Monday, September 22, 2025

আমি মাঝে মাঝে আনমনা হই Lyrics

 আমি মাঝে মাঝে আনমনা হই

শুধু তোমার মাঝে ডুবে রই
আর তোমার প্রেমে ডুবে রই ॥

তুমি সাঁঝের বেলা খোলা জানালাতে
তুমি বিকেল বেলা নীল আকাশে
সব কল্পনা আল্পনা জুড়ে শুধু তুমি
স্বপ্ন জুড়ে অথৈ ॥

তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে
আসো পড়ার টেবিলে সন্ধ্যা রাতে
তুমি উদাস দুপুর হয়ে আমার হৃদয়ে
একান্ত প্রিয় বই ॥

তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল
এই মনের নায়ে ওড়াও স্বপ্নের পাল
তাই আল্লাহ তোমাকে মনের গহীনে
যতন করে লই॥

No comments:

Post a Comment