Find Your Favorite Islamic Nasheed Lyrics


Wednesday, September 23, 2020

SHERA JANNAT || সেরা জান্নাত || Lyrics

 আমি তো জানি না পাবো কি পাবো না 

আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত 

আমি শুধু জানি নরকের অগ্নি 

সইতে পারবোনা কোন দিন রাত 


গুণা তো করেছি আমি বালু রাশি সম অগণিত সীমাহীন 

পাপীর এ তওবা কবুল করে নাও রাব্বুল আলামিন 

হায়াৎ আমার কমছে শুধু প্রতিদিন 

ঘুণা আমার বাড়ছে শুধু  বাধাহীন 

তুমি তো পারো দিতে নাজাত

আমি শুধু জানি নরকের অগ্নি 

সইতে পারবোনা কোন দিন রাত  


আমিতো বড়ই  পাপী ফিরে এসেছি তোমার করুনার দুরে 

তোমাকেই ডাকছি জীবনেরই  সব গুনা স্বীকার করে 

ক্ষমা করো প্রিয় রহিম রহমান তুমি 

ফিরিয়ে দিও না কোথায় যাবো আমি 

কবুল করো প্রভু এই মোনাজাত 

আমি শুধু জানি নরকের অগ্নি 

সইতে পারবোনা কোন দিন রাত  





No comments:

Post a Comment