আমি তো জানি না পাবো কি পাবো না
আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত
আমি শুধু জানি নরকের অগ্নি
সইতে পারবোনা কোন দিন রাত
গুণা তো করেছি আমি বালু রাশি সম অগণিত সীমাহীন
পাপীর এ তওবা কবুল করে নাও রাব্বুল আলামিন
হায়াৎ আমার কমছে শুধু প্রতিদিন
ঘুণা আমার বাড়ছে শুধু বাধাহীন
তুমি তো পারো দিতে নাজাত
আমি শুধু জানি নরকের অগ্নি
সইতে পারবোনা কোন দিন রাত
আমিতো বড়ই পাপী ফিরে এসেছি তোমার করুনার দুরে
তোমাকেই ডাকছি জীবনেরই সব গুনা স্বীকার করে
ক্ষমা করো প্রিয় রহিম রহমান তুমি
ফিরিয়ে দিও না কোথায় যাবো আমি
কবুল করো প্রভু এই মোনাজাত
আমি শুধু জানি নরকের অগ্নি
সইতে পারবোনা কোন দিন রাত
No comments:
Post a Comment