Find Your Favorite Islamic Nasheed Lyrics


Wednesday, September 9, 2020

আমাদের প্রভু এক- Lyrics

 আমাদের প্রভু এক,

(আমরা) এক নবীর উম্মত।
জীবন বিধান এক,
ঐশী বাণী কুরআন।
তবে কেনো এক নও,
হে মুসলমান...
এক হও এক হও,
করি আহব্বান...
.
বাইতুল্লাহ এক,
মদীনা শরীফ এক।
উহুদ পাহাড় এক,
বদরের মাঠ এক।
একটাতো জীবন আর,
মরণতো একবার।
সকলের তরে আছে
একি স্থান...
তবে কেনো এক নও,
হে মুসলমান...
এক হও এক হও,
করি আহব্বান...
.
হাশরের মাঠ এক,
মিজানের মাপ এক।
লাওহে মাহফুজ এক,
পুলসিরাতো এক।
একটাতো চাঁদ আর,
একটাই সূর্য
ধরাতে নিয়ম মেনে
আলো করে দান...
তবে কেনো এক নও,
হে মুসলমান...
এক হও এক হও,
করি আহব্বান...
.
এক হও এক হও,
করি আওভান...



.

13 comments:

  1. আমাদের প্রভু এক- Lyrics
    আমাদের প্রভু এক,

    (আমরা) এক নবীর উম্মত।
    জীবন বিধান এক,
    ঐশী বাণী কুরআন।(২)

    তবে কেনো এক নও,
    হে মুসলমান...
    এক হও এক হও,
    করি আহব্বান...(২)

    বাইতুল্লাহ এক,
    মদীনা শরীফ এক।
    উহুদ পাহাড় এক,
    বদরের মাঠ এক।(২)

    একটাতো জীবন আর,
    মরণতো একবার।(২)

    সকলের তরে আছে
    একি স্থান...

    তবে কেনো এক নও,
    হে মুসলমান...
    এক হও এক হও,
    করি আহব্বান...(২)

    হাশরের মাঠ এক,
    মিজানের মাপ এক।
    লাওহে মাহফুজ এক,
    পুলসিরাতো এক।(২)

    একটাতো চাঁদ আর,
    একটাই সূর্য(২)

    ধরাতে নিয়ম মেনে
    আলো করে দান...

    তবে কেনো এক নও,
    হে মুসলমান...
    এক হও এক হও,
    করি আহব্বান...(২)

    ReplyDelete
    Replies
    1. মাশা- আল্লাহ

      Delete
    2. মাশ আল্লাহ

      Delete
    3. Masaallah,All the very best.

      Delete
  2. সুন্দর

    ReplyDelete
  3. মাশাআল্লাহ

    ReplyDelete
  4. From SB Reja, it's really lovely a Islamic song.

    ReplyDelete
  5. মাশাআল্লাহ

    ReplyDelete
  6. ভালো হয়েছে।
    অনেক ভরাট কন্ঠের অধিকারী।
    আবেক ছিল যথেষ্ট।

    ReplyDelete
  7. প্রিয় নওশাদ মাহফুজ ভাই 🥰❤️

    ReplyDelete