সালাত তোমার বন্ধু পরম
শেষ বিচারের দিন
সালাত তোমার রিদয় ঝুরে
খুসভ প্রতিদিন
জায়নামাজে শান্তি মিলায়
চিত্তি সিমাহিন
রাব্বি আলা রাব্বি আল আউজিম
মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়
দুনিয়া তোমার আজকে আছে
কাল কে হবে লয়
আজকে নামাজ রুকু কর
নিজ পরিচয় আক্রে ধর
হবে না বিলিন
সালাত তোমার অংগে মাখো
সংগে রাখো তবেই তো মমিন
রাব্বি আলা রাব্বি আল আউজিম
সালাত কায়েম কর
সালাত কায়েম কর
হবে সম্মানি তুমি
হবে জান্নাতি তুমি
দিবে কাল হাসরে শিতল ছায়া আরসে আজিম
সালামত তোমার মনের ঘরে পবিত্রার সাজ
পড়লে সালাত রয় দূরে রয় মন্ধ যত কাজ
পাঁচ পহরে সালাত পড় আত্তাকে সম্রিদ্য কর
যেমন সলেহিন
সালাত তোমার অংগে মাখো
সংগে রাখো তবেই তো মমিন
রাব্বি আলা রাব্বি আল আউজিম
শেষ বিচারের দিন
সালাত তোমার রিদয় ঝুরে
খুসভ প্রতিদিন
জায়নামাজে শান্তি মিলায়
চিত্তি সিমাহিন
রাব্বি আলা রাব্বি আল আউজিম
মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়
দুনিয়া তোমার আজকে আছে
কাল কে হবে লয়
আজকে নামাজ রুকু কর
নিজ পরিচয় আক্রে ধর
হবে না বিলিন
সালাত তোমার অংগে মাখো
সংগে রাখো তবেই তো মমিন
রাব্বি আলা রাব্বি আল আউজিম
সালাত কায়েম কর
সালাত কায়েম কর
হবে সম্মানি তুমি
হবে জান্নাতি তুমি
দিবে কাল হাসরে শিতল ছায়া আরসে আজিম
সালামত তোমার মনের ঘরে পবিত্রার সাজ
পড়লে সালাত রয় দূরে রয় মন্ধ যত কাজ
পাঁচ পহরে সালাত পড় আত্তাকে সম্রিদ্য কর
যেমন সলেহিন
সালাত তোমার অংগে মাখো
সংগে রাখো তবেই তো মমিন
রাব্বি আলা রাব্বি আল আউজিম
Alhamdulilla,Thanks,,
ReplyDeleteসালাত তোমার বন্ধু পরম
ReplyDeleteশেষ বিচারের দিন।
সালাত তোমার জীবন জুড়ে
খুসভ প্রতিদিন
জায়নামাজে শান্তি মিলায়
চিত্তি সিমাহিন
রাব্বি আলা রাব্বি আল আউজিম
মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়
দুনিয়া তোমার আজকে আছে
কাল কে হবে লয়।
আজকে রুকু সেজদা কর
নিজ পরিচয় আক্রে ধর
হবে না বিলিন
সালাত তোমার অংগে মাখো
সংগে রাখো তবেই তো মুমিন,
রাব্বি আল আলা রাব্বি আল আজিম।
সালাত কায়েম কর
সালাত কায়েম কর
হবে সম্মানি তুমি
হবে জান্নাতি তুমি
দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বি আল আলা রাব্বি আল আজিম।
সালাত তোমার মনের ঘরে পবিত্রার সাজ পড়লে সালাত রয় দূরে রয় মন্ধ যত কাজ
পাঁচ পহরি সালাত পড় আত্তাকে সম্রিদ্য কর যেমন সলিহিন।
সালাত তোমার অংগে মাখো
সংগে রাখো তবেই তো মুমিন,
রাব্বি আল আলা রাব্বি আল আজিম, রাব্বি আল আলা রাব্বি আল আজিম।
মাশা আল্লাহ
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDeleteMasha-Allah
ReplyDeleteমাশাআল্লাহ। হৃদেয় ছুয়ে গেল।
ReplyDelete