Find Your Favorite Islamic Nasheed Lyrics


Thursday, June 6, 2024

যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় lyrics

যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়

এঁকেছি সে ফুল মোরা
মনেরই কাবায়।।
হাবীবে খোদা তিনি নবী কামলিওয়ালা,
তাঁরই ছোঁয়াতে আজো দুনিয়া উজালা,
তাঁরই বিরহে দু'চোখ
অশ্রু ঝরায়।।
গাহে গুণগান যাঁর খোদ খোদাতাআ'লা,
কবি- অকবি গাঁথে শত সুরমালা,
ঝরে ধারা অবিরত
কভু না ফুরায়।।
যাঁরে খোদা ডেকে নিয়ে আরশ পাকে,
মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে,
তাঁরই প্রেমে কাতর এ বুক
জ্বলে পুড়ে যায়।।

No comments:

Post a Comment