Find Your Favorite Islamic Nasheed Lyrics


Sunday, March 18, 2018

আল্লাহু আল্লাহু কিজে মধুর নাম-মশিউর রহমান

আল্লাহু আল্লাহু
কিজে মধুর নাম
ধরার তামাম মনি মুক্তায়
পান্না হিরা সোনা দানায়
হয়না তাহার দাম

আকাশ বাতাস সাগর নদি
গাহিছে ও নাম নিরবধি
পাক পাখালির কণ্ঠে শুনি
নিত্য অবিরাম

আল্লাহু আল্লাহু
কিজে মধুর নাম
ধরার তামাম মনি মক্তায়
পান্না হিরা সোনা দানায়
হয়না তাহার দাম

ডাকলে ও নাম সহাগ ভরে
নিত্য জোয়ার প্রেম সাগরে
ঘাতলে ও নাম মনের কাবায়
নাচে রক্ত ঘাম

আল্লাহু আল্লাহু

কিজে মধুর নাম
ধরার তামাম মনি মক্তায়
পান্না হিরা সোনা দানায়
হয়না তাহার দাম


No comments:

Post a Comment