আল্লাহ আমার রব
এই রবই আমার সব
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই
পাক-পাখালির গানে শুনি তাসবিহ্ কলরব ।।
আকাশের সুনীলে ধরনীর সবুজে
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই
যার হয়েছো তুমি তার নেই যে পরাভব
শিরোনামঃ আল্লাহ আমার রব
শিল্পীঃ সাইফুল্লাহ মানছুর
কথা ও সুরঃ তাফাজ্জাল হোসেন খান
No comments:
Post a Comment