Find Your Favorite Islamic Nasheed Lyrics


Wednesday, May 15, 2019

আল্লাহ আমার রব lyrics

আল্লাহ আমার রব
এই রবই আমার সব
দমে দমে তনু মনে তারই অনুভব ।।


তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই
থৈ নিয়ামতে ডুবে আছি সবাই
পাক-পাখালির গানে শুনি তাসবিহ্ কলরব ।।


আকাশের সুনীলে ধরনীর সবুজে
অবুঝ এই হৃদয়ে, আছো গো লুকিয়ে।।


তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই
যার হয়েছো তুমি তার নেই যে পরাভব


শিরোনামঃ আল্লাহ আমার রব
শিল্পীঃ সাইফুল্লাহ মানছুর
কথা ও সুরঃ তাফাজ্জাল হোসেন খান




No comments:

Post a Comment