তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর
সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন
ভরে যায় তৃষিত এ অন্তর।
যে পাখি পালিয়ে গেল সুদূরে
যে নদী হারিয়ে গেল তেপান্তরে
সেই পাখি সেই নদী যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর
যে তারা ছড়ায় হাসি আকাশে
যে ফুল সুরভি ঢালে বাতাসে
সেই তারা সেই ফুল যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর।
যে মানুষ মানুষের বেদনায়
কেঁদেছিলো আজীবন মদীনায়
সেই মানুষ যদি এতো সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর।
-------------------------------------------------------
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
না জানি তাহলে তুমি কত সুন্দর
সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন
ভরে যায় তৃষিত এ অন্তর।
যে পাখি পালিয়ে গেল সুদূরে
যে নদী হারিয়ে গেল তেপান্তরে
সেই পাখি সেই নদী যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর
যে তারা ছড়ায় হাসি আকাশে
যে ফুল সুরভি ঢালে বাতাসে
সেই তারা সেই ফুল যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর।
যে মানুষ মানুষের বেদনায়
কেঁদেছিলো আজীবন মদীনায়
সেই মানুষ যদি এতো সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর।
-------------------------------------------------------
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
No comments:
Post a Comment