Find Your Favorite Islamic Nasheed Lyrics


Thursday, July 9, 2020

আল্লাহর ভয় Lyrics

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায়না,
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায়না।
 
রাতের আঁধারে যারা সেজদাতে রয়
দুচোখের অশ্রুতে নদী যেন বয় ,
ছলনার হাতছানি যতই আসুক
পেছনে ফিরেও তাকায় না
 
দ্বীন কায়েমের পথে যারা অবিচল
তারা হলো আল্লাহর প্রিয়জন,
বাতিলের কাছে যারা হার মানেনা
সংগ্রাম করে যায় আমরণ।
 
হেরার আলোতে যার হৃদয় রঙিন
হাতে আল কুরআনের দীপ্ত সঙিণ,
সত্যের পথে যারা নিবেদিত প্রাণ
শত্রুকে কভু ভয় পায়না।


No comments:

Post a Comment