Find Your Favorite Islamic Nasheed Lyrics


Saturday, August 22, 2020

পৃথিবী আমার আসল ঠিকানা নয়-Lyrics


মতিউর রহমান মল্লিক
======================
পৃথিবী আমার আসল ঠিকানা নয়,
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।।
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়...
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মিছে এই মানুষের বন্ধন,
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। (২বার)
মিছে এই জীবনের রংধনু সাত রং, (২বার)
মিছে এই দুদিনের অভিনয়।
...
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়...
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মিছে এই ক্ষমতার দন্দ,
মিছে গান কবিতার ছন্দ। (২বার)
মিছে এই অভিনয় নাটকের মঞ্চে, (২বার)
মিছে এই জয় আর পরাজয়।
...
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়...
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়...
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

No comments:

Post a Comment