বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে
ধন্য হলাম চির ধন্য,আমি জীবন দিতে পারি তাইতো
এই দেশের মাটির জন্য ।
তিতুমীর শরিয়ত উল্লাহর
রক্তে ভেজানো এই দেশ
লাখো কোটি মুমিনের দৃপ্ত চেতনায়
মিশে আছে আমাদের এই দেশ
এই দেশটাকে তাই হতে দেবো না
বর্গীর হাতে কোন পণ্য ।
বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে
ধন্য হলাম চির ধন্য,
আমি জীবন দিতে পারি তাইতো
এই দেশের মাটির জন্য ।
শাহ মাখদুম শাহ জালালের
দ্বীন কায়েমের এই দেশ
কবি ফররূখের কবিতা গানে
মিশে আছে আমার এই দেশ ।
এই দেশটাকে তাই হতে দেবো না
বর্গীর হাতে কোন পণ্য।
গীতিকার ও সুরকারঃ আমিরুল মু'মিনিন মানিক
গাওয়াঃ বিকল্প রাজশাহী
এ্যালবামঃ নোলক
No comments:
Post a Comment