Find Your Favorite Islamic Nasheed Lyrics


Friday, July 15, 2022

তুমি রহমান তুমি মেহেরবান Lyrics

 তুমি রহমান তুমি মেহেরবান

অন্ধ গাহেনা শুধু তোমারই জয়গান
বুঝেও বুঝেনা তব শান।।

জনম জনম যদি গাহি
তোমারি মহিমা গাওয়া
শেষ হবে নাহি
ভরেও ভরে না যেন সাহারা এ প্রান।।

অশেষ অসীম অনুপম
হৃদয় সুষমা তুমি
তুমি প্রিয়তম
প্রেমের আকাশে তুমি চির মহীয়ান।।

তোমারই করুনা ঘেরা সারা দুনিয়া
সে কথা ভাবেনা শুধু বধির হিয়া

কখনো তোমারে যদি ভুলি
হেদায়েতের আলো জ্বেলে
নিও কাছে তুলি
ঠাঁই দিও প্রিয়তম ওগো দয়াবান।।

-তোফাজ্জল হোসাইন খান-

No comments:

Post a Comment