Find Your Favorite Islamic Nasheed Lyrics


Saturday, August 6, 2022

আমাকে যখন কেউ প্রশ্ন করে - Lyrics

 আমাকে যখন কেউ প্রশ্ন করে

কেন বেছে নিলে এই পথ

কেন ডেকে নিলে বিপদ

জবাবে তখন বলি

মৃদু হেসে যাই চলি

বুকে মোর আছে হিম্মত ॥


বাতাসের সাথে স্রোত বিরোধিতা করে বলে

বুকে ওঠে ঢেউ সাগরের

সাগরের বুকে ঢেউ আছে বলে বন্ধু

ভাঙ্গে গড়ে পৃথিবী মোদের

তুমি ভীরু নদীহীন

প্রাণ থেকেও প্রাণহীন

জড়বাদী তাই তব মতামত ॥


আলোকের সন্ধানে সন্ধানী কোনো মন

পেয়ে গেলে আলোকের সন্ধান

ফিরে যেতে চায় কি সে আঁধারের দিকে আর

যদি না সে হয় কভু নিষ্প্রাণ

আমি সেই সন্ধানী

পেয়ে গেছি সন্ধান

যদিও রয়েছে খাড়া জুলুমাত ॥

No comments:

Post a Comment