সুবহানাল্লাহ-আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
তুমি বাঁচাও তুমি মারো
অবিরত ক্ষমা কর
ধরার যে জন তাকেই ধরো
তোমার মুঠোয় সবই আল্লাহ ॥
তোমার রিজিক খেয়ে পরে
অবাধ্য হই কেমন করে
খুঁজে না পাই কোনো ভাষা
শোকর গুজার করার আল্লাহ ॥
তোমার দয়ায় মোদের ধরা
সারা জাহান তোমার গড়া
তোমারই হাতে আমার জীবন
কবুল করো ওগো আল্লাহ ॥
No comments:
Post a Comment