Find Your Favorite Islamic Nasheed Lyrics


Wednesday, November 22, 2023

তারাগুলো আজ যেন নিভে গেছে সব lyrics

 


তাঁরা গুলো আজ যেন নিভে গেছে সব
কথা:মোস্তফা শওকত ইমরান
সুর: সাইফুল্লাহ মানছুর
……………….
তাঁরা গুলো আজ যেন নিভে গেছে সব
নদী গুলো কেন যেন হয়েছে নিরব
কেন হৃদয় বীণায় আজ সুর ওঠেনা
কেন মনের বেতারে আর গান বাজে না

অদেখার আকুল আঘাতে
মনের তরণী গেছে থেমে চড়াতে
না দেখে প্রিয় নবীকে
চোখ দুটো যেন গেছে আঁধারে ঢেকে
কেন মন থেকে আমি কিছু ভাবি না
কেন দৃষ্টি থেকেও আমি কিছু দেখিনা

ভোরের শীতের আকাশ
কেঁদে কেঁদে করে যেন শুধু হাহুতাশ
পাখিদের গানে গানে
আর কোন ফুল ফোটেনা বাগানে
কেন জীবন আকাশে সূর্য হাঁসে না
কেন পাখিদের গানে আজ মন ভরে না




No comments:

Post a Comment