Find Your Favorite Islamic Nasheed Lyrics


Wednesday, January 31, 2024

মাঝে মাঝে মনে হয় পাপের পাহাড় ঠেলে তোমাকে আর পাওয়া হলোনা Lirics

 মাঝে মাঝে মনে হয় পাপের পাহাড় ঠেলে তোমাকে আর পাওয়া হলোনা তখনি মনে পড়ে দয়ার আধার তুমি বান্দাকে কোনোদিন ভোলো না। :: তোমাকে ভুলে প্রভু কতো সহজে নফসের গোলামীতে থেকেছি মজে মরিচিকা সুখ খুঁজে জীবন করেছি পার আটকে গেছি চোরাবালিতে; সেই চোরাবালি থেকে টেনে আজ তুমি তোলোনা। :: রহমান তুমি তোমার রহম থেকে নিরাশ হতে জানি করেছো বারণ তবুও হৃদয় কেনো নিরাশার চাদরে নিজেকে মুড়ায় শান্তির পথ ছেড়ে দূরে সরে গিয়ে মিছেমিছি কেনো যে দুঃখ কুড়ায়? :: ফেলে আসা সময়ের দিকে তাকালে পূণ্যের হাওয়া এসে লাগে না পালে দুদিনের দুনিয়ার হিসাব মিলাতে গিয়ে গরমিল হয়ে গেছে হিসাবে তবু মুক্তির পথ আজ তুমি খোলোনা। ::

No comments:

Post a Comment