Find Your Favorite Islamic Nasheed Lyrics


Wednesday, May 15, 2019

পৃথিবী না জানুক-মশিউর রহমান

কথা: আসাদ বিন হাফিজ সুর: মশিউর রহমান



পৃথিবী না জানুক আমিতো জানি আমি কি পাপ করেছি হায়
আমার পাপের করলে বিচার
বাঁচার আমার নাই উপায়
দয়াময় তুমি মাফ করো আমায়
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়

জেনে না জেনে কত যে আমি করেছি  পাপ
কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ
জেনে না জেনে কত যে আমি করেছি  পাপ
কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ

দুদিনে আবার সব ভুলে আমি
দুদিনে আবার সব ভুলে আমি
মজে গেছি দুনিয়ায়
মাফ করো আমায়

আমার পাপের নাই সীমা নাই তুমি মেহেরবান
তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান
আমার পাপের নাই সীমা নাই তুমি মেহেরবান
তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান

আমায় তুমি করোগো মাপ
আমায় তুমি করোগো মাপ
এই গুনাগার এই শুধু চায়
দয়াময় তুমি মাফ করো আমায়
মাফ করো আমায়

পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়
আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়
মাফ করো আমায়.

upload by Rashedul Faisal


No comments:

Post a Comment