Find Your Favorite Islamic Nasheed Lyrics


Wednesday, May 15, 2019

আজ জোছনা রাতে Lyrics- মশিউর রহমান

আজ জোছনা রাতে- মশিউর  রহমান
Aj Juchona Rate by Moshiur Rahman

আজ জোছনা রাতে তারার মেলা গোধুলি আলোয় কথা কয়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়
প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়

মৌনতা চৌদিকে দিকে বইছে বাতাস  ঝিরি ঝির
মনে হয় পড়ে থাকি সেজদায় নত করি শির
প্রভুর রহমে যেন এজীবন হয় মধুময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়
প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়

চাঁদিমার লুকোচুরি শুভ্র মেঘের আড়ালে
এ কেমন সুখ বলো আঁধারের অন্তরালে
কামিনীর সুরোভীতে এ লগন হয় মোহময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়
প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়


No comments:

Post a Comment