Find Your Favorite Islamic Nasheed Lyrics


Saturday, August 22, 2020

পৃথিবীর হাজারো কাজের ভীড়ে একামতে দ্বীনের একাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়-Lyrics

পৃথিবীর হাজারো কাজের ভীড়ে
একামতে দ্বীনের একাজ যেন
আমার কাছে সবচেয়ে প্রিয় হয়।
আর কোন ভাসনা নেইতো আমার
কবুল কর তুমি হে দয়াময়। (এই লাইন ২বার)

যেখানে যখন আমি থাকিনা কেন,
তোমারি অপার করুনা পায় গো যেন। (এই লাইন ২বার)
জীবনের ভয় ভীতি, অকারণ লাভ-ক্ষতি। (এই লাইন ২বার)
সবকিছু যেন মানে পরাজয়।
আর কোন ভাসনা নেইতো আমার
কবুল কর তুমি হে দয়াময়। (এই লাইন ২বার)

আলেয়ার হাতচানি স্বজনের পিচু ডাক,
মমতার বাহুডোর আধারের যতভার।
একে একে যেন দোলে যেতে পারি। (এই লাইন ২বার)
লাজ সংকা যত, যত দ্বিধা ভয়।
আর কোন ভাসনা নেইতো আমার কবুল কর তুমি হে দয়াময়। (এই লাইন ২বার)

পৃথিবীর হাজারো কাজের ভীড়ে একামতে দ্বীনের একাজ যেন
আমার কাছে সবচেয়ে প্রিয় হয়।
আর কোন ভাসনা নেইতো আমার কবুল কর তুমি হে দয়াময়। (এই লাইন ২বার)





No comments:

Post a Comment