হাজারো লোকের ভীড়ে এই মন ধীরে ধীরে,
যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে। (২বার)
দাও সে শক্তি, দাও সে ক্ষমতা,
হৃদয়ে ভরে দাও তোমার মমতা।
হাজারো লোকের ভীড়ে এই মন ধীরে ধীরে,
যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে।
তোমার করুণা সে তো জানি অফুরান,
সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ। (২বার)
মন কাননে দাও তোমারি প্রেম,
দূর করে দাও আমার যত জড়তা।
হাজারো লোকের ভীড়ে এই মন ধীরে ধীরে,
যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে।
লালসার মোহে যেন হারিয়ে না যায়,
দ্বীন কায়েমের পথে রাখিও সদায়। (২বার)
ওমরের মত দাও দৃঢ় মনোবল,
মালেকের মত দাও, দাও সততা।
হাজারো লোকের ভীড়ে এই মন ধীরে ধীরে,
যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে।
দাও সে শক্তি, দাও সে ক্ষমতা,
হৃদয়ে ভরে দাও তোমার মমতা। (২বার)
শিল্পী: মশিউর রহমান
No comments:
Post a Comment