(আইনুদ্দীন আল আজাদ)
______________________
আল্লাহ তুমি দয়ার সাগর
রাহমানুর রাহীম,,,,,,,,,,,
তোমার দয়ায় পূর্ণ আমার
সারা নিশী-দিন।(২বার)
তুমি মিটাও সকল চাওয়া
দু'দিন আগে পরে,
তোমার কাছে সকল পাওয়া
সবি তোমার তরে। (২বার)
তোমার পথে চললে সবাই
আসবে যে সুদিন। (ঐ)
তুমি পারো করতে মোচন
অভাব দুঃখী লোকের,
তুমি পরম মুক্তিদাতা
মালিক এ জগতের। (২বার)
তোমার কাছে চাইযে পানাহ
আমরা প্রতিদিন। (ঐ)
No comments:
Post a Comment