Find Your Favorite Islamic Nasheed Lyrics


Friday, February 4, 2022

এসো কুরআনের ছায়াতলে সমবেত হই- Lyrics

এসো কুরআনের ছায়াতলে সমবেত হই

এসো আল্লাহ ও রাসুলের অনুগত হই।।
এসো আল্লাহর গুনগান করি
এসো তারি পথে জীবন গড়ি
আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে
কেনো সেই নাম থেকে দূরে সরে রই।।
এই কুরআনের ছায়াতলে এসে
কত লোক প্রাণ দিলো হেসে
কুরআনের ছায়াতলে সোজা পথ যদি মেলে
কেনো সেই পথ ছেড়ে ভুল পথে রই।।

No comments:

Post a Comment