Find Your Favorite Islamic Nasheed Lyrics


Tuesday, February 8, 2022

কত জানাযার পড়েছি নামাজ Lyrics

 কত জানাযার পড়েছি নামাজ

দিয়েছি কত দাফন
কোথায় যেনো আছে আমারও
তৈরি সাদা কাফন।
জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কত জানাযার পরেছি নামাজ
দিয়েছি কত দাফন।।

আমার তরি বাঁধা আছে
কোন সে খেয়াঘাঁটে।
কোন মসজিদে এলান হবে
শোয়াবে শেষ খাটে।
কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন।।

জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কত জানাযার পরেছি নামাজ
দিয়েছি কত দাফন।।

কোন বাতাশে কোথায় যেনো
দুলছে বাঁশের ঝাড়।
কোন সে মাটি কোন খানে
ডাকে রে বার বার।
কোথায় যেন বর যাত্রি আছে রে চারজন।।

জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কত জানাযার পরেছি নামাজ
দিয়েছি কত দাফন।।

কত জানাযার পরেছি নামাজ
দিয়েছি কত দাফন
কোথায় যেনো আছে আমারও
তৈরি সাদা কাফন।।
জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কত জানাযার পরেছি নামাজ
দিয়েছি কত দাফন।।

কথা: আব্দুল কাদির হাওলাদার


No comments:

Post a Comment