Find Your Favorite Islamic Nasheed Lyrics


Monday, October 31, 2022

বাবা মানে হাজার বিকেল Lyrics

 শিল্পীঃ জাইমা নূর

কথা ও সুরঃ তাসনীম সাদিয়া

————————————-

 ******** লিরিক্স ********

বাবা মানে হাজার বিকেল

আমার ছেলে বেলা

বাবা মানে রোজ সকালে

পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভালো

যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা

আমার অনেক ঋণ

আমি যতই এলোমেলো ভুলের অভিধান

বাবা তুমি সময় মত সহজ সমাধান

জীবনের টানাপোড়েন কিছুই না জানি

আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি

বাবার কাছে হইনা কাল আমি কোনদিনই

বাবা ডাকে আদর করে আমায় সোনামণি

বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া

বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা

ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে

 আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে

 চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে

 মা বলে ডাকবে বল সারা জীবন ধরে

 বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে

 কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি

No comments:

Post a Comment