Find Your Favorite Islamic Nasheed Lyrics


Monday, October 31, 2022

এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, সিজদায় নত হও অস্রু ছাড়ো Lyrics

 এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে?

তুমি কি জানবে না তোমার নিজেকে?

প্রভুকে...

 

তোমি কি কাঁদবেনা অস্রু ফেলে?
তোমি কি চাইবে না দুহাত মেলে?
তুমিকি জানবে না মাহাগ্রন্থ?
হৃদয় ঢেলে।.........

 

রুকু ও সিজদায় রবে না পরে

তুমি কি নেবে না মুক্তি ধরে

জান্নাত চির সুখ খোদার প্রিয়

অল্লাহর স্মরণে রাত্রি জাগো

 

সিজদায় নত হও অস্রু ছাড়ো
আল্লাহর স্বরনে হৃদয় গড়ো
প্রাণ ঢেলে সব ব্যথা বল প্রভুকে
বল প্রভুকে। ............

 

কথা: গোলাম মোহাম্ম

সুর: মশিউর রহমান 

No comments:

Post a Comment