যদি তুমি আমার প্রিয় হয়ে যাও
যদি তুমি আমায় কাছে টেনে নাও- ১তবে কী আর..থাকে চাওয়া
সিজদাহ্ করি,আমি সিজদাহ্ করি
গোলামি করি রাব্বে কাবার
গোলামি করি রাব্বে কাবার
সুরেলা আযানে ছুটি চলি তোমার প্রানে
দক্ষিণা হাওয়ায় মাতি তোমার গানে গানে-১
আমার মনের কোণে তসবি ফাগুন
আমার মনের কোণে তসবি ফাগুন
ফিকির চলে শুধু রবকে পাওয়ার
সিজদাহ্ করি,আমি সিজদাহ্ করি
গোলামি করি রাব্বে কাবার
গোলামি করি রাব্বে কাবার
তোমারি প্রেমে ফুটে সুখের শত কলি,
মনের কথা গুলো তোমাকে যাই বলি বলি-১
বুকের গহীনে জমা বিরহের আগুন
বুকের গহীনে জমা বিরহের আগুন
সুযোগ খুজি যত কাছে যাওয়ার…
সিজদাহ্ করি,আমি সিজদাহ্ করি
গোলামি করি রাব্বে কাবার
গোলামি করি রাব্বে কাবার
গোলামি করি রাব্বে কাবার-২
No comments:
Post a Comment