এক কালেমায় রুটিরুজি আর এক কালেমায় ফাঁসি,
এক কালেমায় মুক্ত-আযাদ আর এক এ-দাসদাসী।
.
এক কালেমায় মিলাদ-সালাম ভোগবিলাসীর পথ,
এক কালেমায় জেলের তালা রাসূলের উম্মত,
এক কালেমায় বাতিল খুশি পকেট হবে ভার,
এক কালেমায় আল্লাহ্-রাসূল সাথী হবে তাঁর,
কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী?
আর এক এ-দাসদাসী..
এক কালেমায়...
.
এক কালেমায় নামায-রোজা, হালাল-হারাম নাই,
এক কালেমায় জীবন বিধান সব সমাধান পাই,
এক কালেমায় দরগাহ-জিকির, আরাম-আয়েশ সব,
এক কালেমায় বদর-ওহুদ খুশি হবেন রব,
কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি?
.
কথাঃ মোঃ রহমত উল্লাহ,
সুর ও শিল্পীঃ মশিউর রহমান।
ek kalamay namaz ruja ek kalemay fasi lyrics
No comments:
Post a Comment