Find Your Favorite Islamic Nasheed Lyrics


Wednesday, February 15, 2023

জীবনের সোনা ঝরা দিন গুলো সব Lyrics

 জীবনের সোনা ঝরা দিন গুলো সব,

শীতের পাতার মত ঝড়ে যায়!
কোকিলের কুহুতানে ফাগুন আসে,
চৈত্রের কাছে সে ও হেরে যায়!!
তবু এই জীবনকে ফুলে ফুলে সাঁজাতে
সবার কত আয়োজন
সাজানো খেলা ঘর করে ভেঙ্গে চুরমার
নেমে আসে নিঠুর মরণ !
সুখের সমাধি গড়ে আশার তাঁরা গুলো
ঝরে পরে যায় অবেলায় !!
সারাদিন আকাশে কত পাখি উড়ে
সাঁঝে ফিরে আসে নীড়ে
দু'দিন ভবে থেকে মৃত্যু রেখা ছুঁয়ে
আমিও চলে যাবো দূরে
প্রেম ভালবাসা সব অতীত হয়ে যায়
সে যে নিয়তির ধারণা ।।

No comments:

Post a Comment